একনজরে ২০২৪ সালে ব্রাজিলের সকল ম্যাচের সূচি

ফুটবল দুনিয়া January 1, 2024 1,318
একনজরে ২০২৪ সালে ব্রাজিলের সকল ম্যাচের সূচি

২০২৩ সালের মত বছর আর কখনোই চাইবেনা ব্রাজিল । ব্রাজিলের বছরটা ছিল ভুলে যাওয়ার মতো । সদ্য বিদায় নেয়া বছরটিতে ঘটেছে একের পর এক অঘটন। ঘরের মাঠে বাছাইপর্বে ইতিহাসের প্রথম হার, টানা জয়শূন্য থাকা, কোচ নিয়ে অস্থিরতা সবমিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সেলেসাওদের। এরসঙ্গে যুক্ত হয়েছে দলের মূল তারকা নেইমারের লম্বা ইনজুরি।


অবশ্য এসব সমস্যাকে পেছনে ফেলে নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। ব্রাজিলের প্রতিটি খেলোয়াড়ের চোখ ২০২৪ সালের দিকে। চলতি বছরে লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা অংশ নিবে তারা। নয়বারের চ্যাম্পিয়নরা নিশ্চিতভাবেই শিরোপা ফিরিয়ে আনতে চাইবে। চলতি বছর বেশকিছু প্রীতি ম্যাচেও অংশ নেবে সেলেসাওরা।


ব্রাজিলের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে মার্চ থেকে। প্রীতি ম্যাচ দিয়ে ২০২৪ সালে প্রথমবার মাঠে নামবে তারা। মাঝে কোপা আমেরিকা আর বছরের শেষ প্রান্তে ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব দিয়ে শেষ হবে সেলেসাওদের ২০২৪ সাল।


ব্রাজিলের ২০২৪ সালের সূচি


প্রীতি ম্যাচ

২৩ মার্চ, ২০২৪ ইংল্যান্ড বনাম ব্রাজিল

৮ জুন, ২০২৪ মেক্সিকো বনাম ব্রাজিল


কোপা আমেরিকা


২৪ জুন, ২০২৪ ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী

২৮ জুন, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল

২ জুলাই, ২০২৪ ব্রাজিল বনাম কলম্বিয়া


৬ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল

১০ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা সেমিফাইনাল

১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪* তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল


(নক-আউটে ওঠা সাপেক্ষে )


বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ


৫ সেপ্টেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম ইকুয়েডর

১০ সেপ্টেম্বর, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল

১০ অক্টোবর, ২০২৪ চিলি বনাম ব্রাজিল

১৫ অক্টোবর, ২০২৪ ব্রাজিল বনাম পেরু

১৪ নভেম্বর, ২০২৪ ভেনিজুয়েলা বনাম ব্রাজিল

১৯ নভেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম উরুগুয়ে