কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতে স্বপ্নের মতো ২০২১ ও ২০২২ সাল পার করেছে আর্জন্টিনা । ২০২৩ সালেও দুর্দান্ত ফর্মে ছিলো আলবিসেলেস্তেরা । বিশ্বকাপ এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্যও বেশ ব্যস্ততার এক বছর হতে যাচ্ছে ২০২৪ সাল।
জানুয়ারিতে এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার মর্যাদাপূর্ণ আসর। এ বছর কোপা আমেরিকার আঞ্চলিক আসর তো আছেই। সেই সঙ্গে আছে বেশকিছু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এছাড়া প্রীতি ফুটবল ম্যাচ নিয়েও আছে গুঞ্জন।
জুনের ২০ তারিখ থেকে কোপা আমেরিকা দিয়ে এ বছর নিজেদের মিশন শুরু করবে আর্জেন্টিনা। এর আগে মার্চে আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলতে পারে আলবিসেলেস্তেরা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া নিজেই দিয়ে রেখেছেন এই আশ্বাস।
আর্জেন্টিনার ২০২৪ সালের সূচি
কোপা আমেরিকা
২০ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী
২৫ জুন, ২০২৪ চিলি বনাম আর্জেন্টিনা
২৯ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু
৪ জুলাই/৫ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল
৯ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা সেমিফাইনাল
১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪* তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল
* আর্জেন্টিনার নকআউটে ওঠার সাপেক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ
৫ সেপ্টেম্বর, ২০২৪ আর্জেন্টিনা বনাম চিলি
১০ সেপ্টেম্বর, ২০২৪ কলম্বিয়া বনাম আর্জেন্টিনা
১০ অক্টোবর, ২০২৪ ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা
১৫ অক্টোবর, ২০২৪ আর্জেন্টিনা বনাম বলিভিয়া
১৪ নভেম্বর, ২০২৪ প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা
১৯ নভেম্বর, ২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু