বেনজেমার ক্লাবকে উড়িয়ে দিলো রোনালদোর আল নাসের

ফুটবল দুনিয়া December 27, 2023 614
বেনজেমার ক্লাবকে উড়িয়ে দিলো রোনালদোর আল নাসের

এক সময়ে তারা ছিলেন সতীর্থ, তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়, সৌদি লিগে এসে বনে গেছেন প্রতিপক্ষ। গতরাতে মুখোমুখিও হলেন দু'জনে। যেখানে অবশ্য জয় হলো রোনালদোরই। উড়িয়ে দিয়েছেন বেনজেমার দলকে।


মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদের মুখোমুখি হয় রোনালদোর আল নাসের। শুরুতে পিছিয়ে গেলেও ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নেয় আল নাসের। ইত্তিহাদকে উড়িয়ে দেয় ৫-২ গোলে। জোড়া গোল করেছেন রোনালদো ও সাদিও মানে।


প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে মাত্র ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আল নাসর। বেনজেমার অ্যাসিস্ট থেকে গোলটি করেন আবদেরাজ্জাক হামদাল্লাহ। তবে পাঁচ মিনিট পরই সমতায় ফেরে আল নাসর। পেনাল্টি থেকে গোল করেন রোনালদো।


প্রথমার্ধেই এগিয়েও যায় নাসের, ৩৮ মিনিটে লিডসূচক সেই গোলটি করেন তালিস্কা। তবে বিরতি থেকে ফিরেই সমতা ফেরায় ইত্তিহাদ। সম্ভাবনা জাগায় জমজমাট লড়াইয়ের। তবে ৬৬তম মিনিটে ফ্যাবিনহো লাল কার্ড দেখলে পথ হারায় ইত্তিহাদ। ফের পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সিআর সেভেন।


জোড়া গোল করে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন রোনালদো। ২০২৩ সালে এটা রোনালদোর ৫৩তম গোল, এর মাধ্যমে বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসলেন তিনি। ৫২টি করে গোল করেছেন হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পে। ক্যারিয়ারের শেষ দিকে এসেও এমন গোলবন্যা! রোনালদো বলেই হয়তো সম্ভব!


৩-২ এ এগিয়ে থাকা আল নাসেরকে আরো এগিয়ে দেন সাদিও মানে। আর কোনো সুযোগ তৈরীর সম্ভাবনা মিটিয়ে দিয়ে ৭৫ থেকে ৮২; এই ৮ মিনিটে জোড়া গোল করেন তিনি। ফলে ৫-২ গোলের বড় জয় তুলে নেয় আল নাসের।


এই জয়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে আল নাসেরকে। তাদের পয়েন্ট ৪৩। বিপরীতে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।


সূত্রঃ নয়া দিগন্ত অনলাইন