এ যেনো এলেন, দেখলেন, জয় করলেন। ফিফা বিশ্বকাপ জয়, ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি... সবশেষ ক্লাব বিশ্বকাপ ট্রফি জয়। আলভারেজ যেনো গ্রীক মাইথোলজির সেই বীর, যে মাঠে নামলেই হয়ে যায় দিক বিজয়।
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে ২০১৮ সালে শীর্ষ পর্যায়ে খেলা শুরু করেন আলভারেজ। এরপর থেকে ছুটছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন কোপা লির্বার্তাদোরেস, সুপারকোপা আর্জেন্টিনা, রেকোপা সুদামেরিকা, আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশন, কোপা আর্জেন্টিনা, ট্রোফেও ডি ক্যাম্পেওনস জিতেছেন তিনি।
২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেজ। ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ।
জাতীয় দলের হয়েও তার অর্জনের শেষ নেই। কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতেছেন। ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তিটা তো দেশের হয়েই এসেছে আলভারেজের হাতে। ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ। কাতারের ওই আসরে ৭ ম্যাচে ৪ গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। দেশের হয়ে ২৮ ম্যাচে তার গোল মোট ৭ টি, অ্যাসিস্ট একটি।
ক্লাব ক্যারিয়ারে স্রেফ দুটি দলের হয়েই খেলেছেন আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচে ৮১ গোল করেছেন তিনি, অ্যাসিস্ট ৪৫টি। বেশি গোল করেছেন রিভার প্লেটের হয়ে, ৫৪টি। সিটির জার্সি জালের দেখা পেয়েছেন ২৭ বার।
এরই মধ্যে ক্রিটিক আর ভক্তরা ২৩ বছরের আলভারেজের মধ্যে খুঁজে পেয়েছেন তারুণ্যের মেসিকে। এলএমটেনের পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে যাচ্ছে আলভারেজ। সেটার প্রমাণ পেতে পিছিয়ে যেতে হবে দেড় দশক। ২০০৯ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে এস্তুদিয়ান্তেসের বিপক্ষে এমনই এক গোল করেন আর্জেন্টাইন সেনসেশন!
এমন একটা দুর্দান্ত মৌসুম কাটানোর পর এবারের ক্রিসমাস্টা ভালো কাটবে আলভারেজের। বড়দিনের ছুটি কাটাতে এরই মধ্যে আর্জেন্টিনায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার!
আলভারেজের শিরোপাসমূহ:
ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা. ফিনালিসিমা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কোপা লির্বার্তাদোরেস, আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশন, কোপা আর্জেন্টিনা, সুপারকোপা আর্জেন্টিনা, ট্রোফেও ডি ক্যাম্পেওনস, রেকোপা সুদামেরিকা।