ম্যানইউয়ের বিপক্ষে ঘরের মাঠে ড্র করল লিভারপুল

ফুটবল দুনিয়া December 18, 2023 528
ম্যানইউয়ের বিপক্ষে ঘরের মাঠে ড্র করল লিভারপুল

দুদলের মধ্যে সবশেষ দেখায় লিভারপুল ৭-০ গোলে জিতেছিল। শনিবার ফের লিগ ম্যাচে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল দল দুটি। এবার গোলশূন্য ড্র হয়েছে লিভারপুল-ম্যানইউ ম্যাচ। ঘরের মাঠে পয়েন্ট হারানোয় লিগ টেবিলে শীর্ষে ফেরা হলো না ইয়ুর্গেন ক্লপের দলের।


২১ জানুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হলো লিভারপুল। ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে গেল লিভারপুল। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে দারুণ কিছু সুযোগও তৈরি করল তারা।


কিন্তু পেল না জালের দেখা। বল দখল, গোলমুখে শট সবকিছুতে এগিয়ে ছিল লিভারপুল। ৬৯ শতাংশ সময় বল পায়ে রেখে গোলের উদ্দেশ্যে মোট ৩৪ শট নেন লিভারপুল খেলোয়াড়রা। যার আটটি ছিল লক্ষ্যে।


শেষ দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউয়ের দিয়োগো দালোত। নিজেদের সীমানায় থ্রো-ইনের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার প্রতিবাদ করে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। এরপর মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন পর্তুগিজ এই ডিফেন্ডার।


একই দিনে লিগের আরেক ম্যাচে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে ব্রাইটনকে। ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্টে শীর্ষে উঠেছে আর্সেনাল। এক পয়েন্ট কমে দুইয়ে লিভারপুল। সমান ৩৮ পয়েন্টে তিনে আছে অ্যাস্টন ভিলা।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ