কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালের ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ২০২৩ সালের বর্ষসেরার তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন বিশ্বজয়ী মহাতারকা। সেরা তিনে মেসির অন্য দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কাইলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড।
বৃহস্পতিবার ‘ফিফা দ্য বেস্ট ২০২৩’ এর ছেলেদের ক্যাটাগরিতে সেরা তিন মনোনীত খেলোয়াড়ের নাম জানিয়েছে ফিফা। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে বর্ষসেরার নাম জানাবে ফিফা। বর্ষসেরা নির্বাচনে ছেলেদের ক্ষেত্রে ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সময়কাল বিবেচনা নেয়া হয়েছে।
এর আগে নির্ধারিত সময়ের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে ১২ জনের তালিকা তৈরি করেছিল বিশেষজ্ঞদের একটি প্যানেল। সে তালিকায় অবশ্য় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের। ১২ জনের তালিকায় ছিলেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজে, ক্রোয়েশিয়ার মার্সেলো ব্রজোভিচ, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন, জার্মানির ইলকায় গুন্দোয়ান, নরওয়ের আর্লিং হলান্ড, স্পেনের রদ্রি, জর্জিয়ার খাভিশা কাভারস্খেলিয়া, ফ্রান্সের কাইয়ান এমবাপ্পে, আর্জেন্টিনার লিওনেল মেসি, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন, ইংল্যান্ডের ডেকলান রাইস ও পর্তুগালের বের্নার্দো সিলভা।
এই ১২ জনের তালিকা থেকে থেকে ফিফার সদস্য দেশগুলোর ছেলেদের দলের কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের ভোটে সেরা তিনজনের নাম উঠে এসেছে।
ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্যাটাগরিতে বর্ষসেরার জন্য মনোনীত সেরা তিনের নামও জানিয়েছে ফিফা। তালিকায় আছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতি, কলম্বিয়া ও রিয়াল মাদ্রিদের লিন্দা কাইসেদো এবং স্পেন ও পাচুকার ফরোয়ার্ড জেনিফার হারমাসো।
এর আগে ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। তাতে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পালেত্তি।
সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পয়েন্ট ও ভোট যিনি পাবেন, তার হাতেই উঠবে পুরস্কার।