সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বলল বিসিবি

ফুটবল দুনিয়া December 12, 2023 533
সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বলল বিসিবি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে এক সময় জাতীয় দল থেকে ছুটি চাইতেন সাকিব আল হাসান। এখন সেই সাকিবই ক্যারিয়ারের শেষের দিকে এসে সিদ্ধান্ত নিয়েছেন, পূর্ণ মনোযোগ দেবেন জাতীয় দলে, বিসর্জন দিবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আর এতে বোর্ড খুশি, সাকিবকেই দেখতে চাইছে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে।


বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'সাকিব এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে দেশের ক্রিকেটে বেশি ফোকাস করবে, এটা অবশ্যই আনন্দের ব্যাপার। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব সব ফরম্যাটে দেশের জন্য খেলুক।'


বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, অধিনায়ক হিসেবে আর বেশি চাপ নিতে চান না, এমনকি ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডেতে আর অধিনায়কত্বও করবেন না। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেঁটে ফেলায় বোর্ডের চাওয়া, সাকিব যেন তিন ফরম্যাটেই নেতৃত্ব দেন দলকে।


জালাল ইউনুসের ভাষায়, 'পুনর্বিবেচনার ব্যাপারটা এখানে আসে না, এখনও সে আমাদের ক্যাপ্টেন। শান্তকে আমরা সামনের দুইটা সিরিজের জন্য অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হয়েছে। এখনও সে তিন ফরম্যাটের অধিনায়ক। আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। সে ক্যাপ্টেন থাকবে কি থাকবে না এমন কোনো প্রশ্ন উঠেনি। আমরা জানি এখনও সে ক্যাপ্টেন। আমরা চাই সে নিজেই ক্যাপ্টেন থাকুক।'


সাকিব পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে শান্ত ও মিরাজই আছেন বোর্ডের ভাবনায়। ক্রিকেট অপারেশন্স প্রধান জানান, 'একটা সময় আসবে সাকিব খেলা চালিয়ে যাবে না বা কোনো ফরম্যাট বন্ধ করে দিবে। আমাদের হাতে শান্ত আছে, যাকে আমরা সম্ভাব্য অধিনায়ক বলি। মিরাজ আছে। আমাদের কাছে মনে হয় তারা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে।'