রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি

ফুটবল দুনিয়া December 12, 2023 1,819
রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি

অবশেষে ফের মেসি ও রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ মিলছে ফুটবল অনুরাগীদের। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি–রোনালদো দ্বৈরথ। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি।


শুধু তাই নয়, নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবেন মায়ামি, সেটা ২৯ জানুয়ারি। এক বিবৃতিতে আজ প্রাক-মৌসুমের এই ম্যাচগুলোর কথা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১২টায়। যা হতে যাচ্ছে মায়ামির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সফর।


চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। মায়ামির বিপক্ষে ম্যাচের আগে তার ফেরার সম্ভাবনা নেই। এখন পর্যন্ত সৌদি প্রো লিগে শীর্ষে এশিয়ার সর্বোচ্চ ৬৬টি শিরোপা জেতা দল আল হিলাল।


মেসি ও রোনালদো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২১টি, গোলে সহায়তা করেছেন ১২ বার। রোনালদোর গোল ২০টি, গোলে সহায়তা করেছেন ১ বার।


অন্য প্রাক মৌসুম সফর সম্পর্কেও আসছে সপ্তাহে জানানো হবে। এরই মধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে মায়ামি খেলবে এল সালভাদরের বিপক্ষে। ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে তারা।


রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের হয়ে পিএসজির মুখোমুখি হয়ে ৫-৪ গোলে হেরেছিলেন। পিএসজির হয়ে সে ম্যাচে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে খেলেছিলেন। সেই ম্যাচে জোড়া করেছিলেন রোনালদো। গোল করেছিলেন মেসিও।


সূত্রঃ ঢাকা মেইল