ফ্রান্সের লিগ ওয়ানে লা হার্ভের বিপক্ষে পিএসজির ম্যাচে কড়া ফাউল করায় শাস্তি পেয়েছেন ইতালির ইউরোজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। ওই ম্যাচে তিনি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। পরবর্তীতে লিগ ওয়ানের দুটি ম্যাচের জন্য তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে বাধা নেই দোন্নারুমার।
দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে তিনি লিগের ম্যাচে নঁতে এবং লিলের বিপক্ষে খেলতে পারবেন না। এর আগে শনিবার লা হার্ভের বিপক্ষে ২-০ গোলে পিএসজির জয়ের ম্যাচে হাই-ফুটেড ক্লিয়ারেন্সে জোসু ক্যাসিমিরের মাথায় আঘাত করে বসেন এই ইতালিয়ান গোলরক্ষক। ফলে ম্যাচের বাকি ৮০ মিনিটই একজন ফুটবলার কম নিয়ে খেলতে হয় কিলিয়ান এমবাপেদের।
আগামী ১৩ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে পিএসজির। তাদের জন্য ওই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। যার ওপর নির্ভর করছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডের ওঠা। তবে ওই ম্যাচে খেলতে বাধা নেই দোন্নারুমার।
তার নিষেধাজ্ঞা কেবল ঘরোয়া লিগে প্রয়োগ করা হবে। এর আগে গ্রুপ অব ডেথে ইংলিশ ক্লাব নিউক্যাসলের সামনে ধরাশায়ী হয়েছিল পিএসজি। শঙ্কা ছিল পরের ম্যাচেও। তবে ঘরের মাঠে এমবাপেরা পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়িয়েছে।
সূত্রঃ ঢাকা পোস্ট