এবার অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল ম্যানসিটি

ফুটবল দুনিয়া December 7, 2023 1,676
এবার অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল ম্যানসিটি

এবার হারের লজ্জা পেলো ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।


বুধবার (৬ ডিসেম্বর) রাতে বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ম্যানচেস্টার সিটির উপর চড়াও হয় অ্যাস্টন ভিলা। স্বাগতিকদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে সিটিকে ম্যাচে রাখেন গোলরক্ষক এডারসন। আর্লিং হালান্ডের পরপর দুটি অনটার্গেট আক্রমণ রুখে দেন ভিলার আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। তবে পরের গল্পটা কেবলই অ্যাস্টন ভিলার।


পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে উনাই এমরির দল। ৭৪ মিনিটে উইঙ্গার লিওন বেইলি লিড এনে দেয় দলকে। ম্যাচের বাকি সময়ও একাধিক সুযোগ তৈরি করলেও আর গোল না পাওয়ায় এক গোলের জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে যায় অ্যাস্টন ভিলা।


আর হারের কারণে চার নম্বরে নেমে গেছে গার্দিওলার দল। আগের মৌসুমেই ট্রেবল জয়ী তারা। ১৫ ম্যাচে এখন ৩০ পয়েন্ট সিটির। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনাল ৬ পয়েন্ট এগিয়ে। হালান্ডরা কি পারবে এই ব্যবধান ঘুচিয়ে মৌসুম শেষে শিরোপা উঁচিয়ে ধরতে?


সূত্রঃ যমুনা টিভি অনলাইন