কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে?

ফুটবল দুনিয়া December 5, 2023 1,677
কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে?

কোপা আমেরিকার লড়াই শুরু হতে কাগজে কলমে এখনো ৬ মাসের বেশি সময় বাকি। তবে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে প্রতিযোগিতা। এরইমাঝে চূড়ান্ত করা হয়েছে ভেন্যু। দেওয়া হয়েছে খসড়া সূচিও।


তাতেই নিশ্চিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিনক্ষণ। চূড়ান্ত সময় আর প্রতিপক্ষ জানা না গেলেও জানা গিয়েছে কোন তারিখে মাঠে নামবেন লিওনেল মেসি-নেইমার জুনিয়ররা।


২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। সেদিক মাথায় রেখেই কোপা আমেরিকার ৪৮তম আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১০ অঙ্গরাজ্যে খেলতে নামবে কনমেবল এবং কনকাকাফ অঞ্চলের ১৬ দল। গ্রুপিং হবে আগামী ৭ ডিসেম্বর।


গ্রুপ চূড়ান্তের আগেই সেরা চার দলের অবস্থান চূড়ান্ত করেছে কনমেবল। আর্জেন্টিনা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে যথাক্রমে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বেছে নেয়া হয়েছে। এর ফলে নির্ধারিত হয়েছে, গ্রুপপর্বের ফলাফল যাইই হোক না কেন, ফাইনালের আগে দেখা হবে না ব্রাজিল-আর্জেন্টিনার।


আগামী ২০ জুন আটালান্টায় প্রথম ম্যাচ আর্জেন্টিনার। দ্বিতীয় ম্যাচ ২৫ জুন নিউ জার্সিতে। গ্রুপে আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৯ জুন মেসির শহর মায়ামিতে।


এদিকে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৪ জুন, ক্যালিফোর্নিয়ায়। ২৮ জুন দ্বিতীয় ম্যাচ লাস ভেগাসে। তৃতীয় ম্যাচ খেলতে আবার ক্যালিফোর্নিয়ায় ফিরতে হবে নেইমারদের। ২ জুনের খেলাটি অবশ্য ভিন্ন স্টেডিয়ামে।


বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার করতে পারলে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ কিংবা ৫ জুলাই। আর ব্রাজিল গ্রুপ পর্ব পার করতে পারলে তারা কোয়ার্টার ফাইনাল খেলবে ৭ জুলাই। কোপার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ও ১০ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।


সূত্রঃ ঢাকা পোস্ট/ ডেইলি বাংলাদেশ