মেসির সাথে খেলার জন্য গ্রেমিও ছাড়লেন সুয়ারেজ!

ফুটবল দুনিয়া December 4, 2023 4,067
মেসির সাথে খেলার জন্য গ্রেমিও ছাড়লেন সুয়ারেজ!

মাঠভর্তি সমর্থকদের সামনে আবেগঘন পরিবেশের মধ্যে বিদায় নিলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইজ সুয়ারেজ। গ্রেমিওর হয়ে শেষ ম্যাচটি খেলার পর এমন দৃশ্যের অবতারণা ঘটে ব্রাজিলিয়ান ক্লাবটির স্টেডিয়ামে।


গ্রেমিওর হয়ে শেষ ম্যাচটা সুয়ারেজ রাঙিয়েছেন জয় দিয়ে। তারই দেওয়া একমাত্র গোলে রবিবার রাতে ভাস্কো দা গামার বিপক্ষে জয় পেয়েছে গ্রেমিও। ম্যাচের শেষ বাঁশি বাজার পর গ্যালারির সব ভক্ত-সমর্থক দাঁড়িয়ে সম্ভাষণ জানান সুয়ারেজকে। এসময় তার স্ত্রী সোফিয়া সন্তানদের নিয়ে পাশে ছিলেন সুয়ারেজের।


গত সপ্তাহে গ্রেমিও কোচ রেনাতো গোচো সুয়ারেজের ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করে। ৩৬ বছর বয়সী সুয়ারেজের পরবর্তী গন্তব্য হতে পারে ইন্টার মায়ামি। সেখানে গেলে পুরোনো সতীর্থ লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার সঙ্গে পুনর্মিলন হবে সুয়ারেজের।


গ্রেমিওর পক্ষ থেকে সুয়ারেজকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছে, ‘আমাদের ইতিহাসের একটি সুন্দর অধ্যায় তোমাকে নিয়ে লেখা হলো। সেই অধ্যায়ের নায়ক হলে তুমি। যেখানেই থাকো, ভালো থাকো। আনন্দময় হোক তোমার জীবন।’


গ্রেমিওর হয়ে ৫২ ম্যাচে ২৭ গোল করেছেন সুয়ারেজ। এ স্ট্রাইকারের না থাকায় দলের মধ্যে শুন্যতা সৃষ্টি হবে সেটিও মেনে নিয়েছেন কোচ গোচো। ম্যাচশেষে সুয়ারেজ বলেছেন, ‘লম্বা ক্যারিয়ারের পর শরীর আমার হয়ে কথা বলছে, আমি বেদনা অনুভব করছি। আমার বিশ্রাম প্রয়োজন, পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। তার পর নিয়তি ঠিক করবে ভবিষ্যত কী হবে।’


তবে সবকিছু ঠিক থাকলে গোলাপী জার্সিতে আবারও মেসির সঙ্গে সুয়ারেজের যুগলবন্দি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।


সূত্রঃ দেশ রূপান্তর