বিতর্কিত ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়লো ম্যানসিটি

ফুটবল দুনিয়া December 4, 2023 291
বিতর্কিত ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়লো ম্যানসিটি

প্রিমিয়ার লিগে নাটীয়কতায় ভরপুর এক ম্যাচের জন্ম দিয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। দুবার এগিয়ে গিয়েও সিটি ম্যাচটা ড্র করেছে ৩-৩ গোলে। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় শেষ মুহূর্তে করা রেফারির বিতর্কিত এক সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় গালি দিয়ে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এখন শাস্তির মুখে সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড।


৯০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় স্পাররা। তার পর অবশ্য জয়ের সুবর্ণ সুযোগ ছিল সিটির। স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছেন রেফারি হুপার। হাল্যান্ডের দেওয়া থ্রু বল ধরে গোল মুখে ছুটে যাচ্ছিলেন জ্যাক গ্রিয়েলিশ। কিন্তু সেই মুহূর্তে বাঁশি বাজিয়ে খেলার ইতি টেনে টেন হুপার। অথচ ঠিক তার আগের মুহূর্তে হাল্যান্ড স্পার ডিফেন্ডারদের দ্বারা ফাউলের শিকার হয়েছিলেন। তাৎক্ষণিকভাবে হাল্যান্ড সেই অবস্থা সামলে গ্রিয়েলিশকে বল পাসও দেন। রেফারি হুপার তখন সিগন্যাল দেন যে তারা খেলায় এর এডভান্টেজটা পেয়েছেন। কিন্তু গ্রিয়েলিশ গোলমুখে ছুটে যাওয়ার মুহূর্তে বাঁশি বাজান রেফারি। তাৎক্ষণিক এমন সিদ্ধান্ডে ক্ষুব্ধ হয়ে উঠেন হাল্যান্ড। মাঠেই এর প্রতিবাদ জানাতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন। নতুন করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ গালি দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এখন বড় শাস্তির মুখে তিনি। যা মূলত আচরণ বিধির লঙ্ঘন।


সিটির ড্রয়ের দিনে আবার থ্রিলারের জন্ম দিয়ে জিতেছে লিভারপুল। তারা ফুলহ্যামকে ৪-৩ গোলে হারিয়েছে। অথচ ৮৭ মিনিট পর্যন্ত ৩-২ গোলে পিছিয়ে ছিল তারা। তার পর লিভারপুলকে সমতায় ফেরান ওয়াটারু এন্ডু। কয়েক সেকেন্ড বাদে গোল করে লিভারপুলকে অবিশ্বাস্য জয়টি এনে দিয়েছেন অ্যালেক্সান্ডার আর্নোল্ড।


১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে অবস্থান করছে। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। শীর্ষে রয়েছে আর্সেনাল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট।