মেজর লিগের সেরা একাদশে জায়গা পেলেন না মেসি

ফুটবল দুনিয়া November 29, 2023 571
মেজর লিগের সেরা একাদশে জায়গা পেলেন না মেসি

আমেরিকার মেজর লিগ সকারের সেরা একাদশ প্রকাশ করা হয়েছে। সেই একাদশে বড় চমক বিশ্বকাপজয়ী লিওনেল মেসির নাম না থাকা। ফরাসি ক্লাব পিএসজি থেকে গত জুনে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।


যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে মেজর লিগ সকারে ৬ ম্যাচ খেলে মাত্র ১ গোল করেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি। লিগে ১ গোল করলেও মায়ামির জার্সিতে সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ হওয়া মৌসুমে ১১ গোল করেছেন তিনি।


মেজর লিগ সকারের ঘোষিত সেরা একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন লুইস সিটির রোমার বুরকি। তিন ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও তিন ফরোয়ার্ড নিয়ে একাদশ সাজায় এমএলএস।


এর আগে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হন এক আর্জেন্টাইন। তবে সেটা লিওনেল মেসি নয়। এফসি সিনসিনাটির মিডফিল্ডার লুসিয়ানো অ্যাকোস্তা ২০২৩ সালের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হয়েছেন।


মেজর লিগ সকারের একাদশ : রোমান বুরকি, ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান, লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা, হ্যানি মুখতার, ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ।


সূত্রঃ চ্যানেল ২৪