সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া November 27, 2023 3,540
সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

জাতীয় দলের পর এবার বয়সভিত্তিক পর্যায়েও শিরোপার কাছাকাছি আলবিসেলেস্তেরা। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমি ফাইনালে এবার তাদের সামনে জার্মানি বাধা। আগামী মঙ্গলবার (২৭ নভেম্বর) ইন্দোনেশিয়ার সুরকাতায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সেমি ফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা।


এর আগে ইন্দোনেশিয়ার মাটিতে চলমান এই বিশ্বকাপ হার দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। তবে এরপর টানা দুই ম্যাচে জয় পাওয়ায় তারা পা রাখে কোয়ার্টার ফাইনালে।


কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেখানে সেলেসাওদের রীতিমতো উড়িয়ে দিয়েছে মেসির উত্তরসূরীরা। ব্রাজিলের যুবাদের ৩-০ গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। সেখানে ক্লাদিও এচেভেরির একাই করেছিলেন ৩ গোল।


আর জার্মানি হারায় স্পেনকে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনা এর আগে সেমিফাইনাল পথ পাড় করতে পারেনি। এর আগে পাঁচবার সেমিফাইনালে উঠে তিনবার তৃতীয় এবং দুবার চতুর্থ হয় তারা।


জার্মানি প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আসরে (১৯৮৫) রানার্সআপ হয়েছিল। এ ছাড়া সেমিফাইনাল থেকে তারা বিদায় নেয় তিনবার।


তবে আর্জেন্টিনার এবারের অনূর্ধ্ব-১৭ দলটি আছে দারুণ ফর্মে। টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষ দুই গোলদাতা আর্জেন্টিনার ফাবিয়ান রোবের্তো ও এচেভেরি। দুজনেই করেছেন পাঁচটি করে গোল।


আরেক কোয়ার্টার ফাইনালে মরক্কোকে থামিয়ে সেমিফাইনালে উঠেছে মালি। সেমিফাইনালে মালি অনূর্ধ্ব-১৭ মুখোমুখি হবে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের।


সূত্রঃ ঢাকা পোস্ট/ দেশ রূপান্তর