এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচে লড়াইয়ের আগেই সেরা তারকা রবসন রোবিনহোকে হারিয়ে বড় ধাক্কা খায় বসুন্ধরা কিংস। এই ব্রাজিলিয়ানের অভাব খুব করে টের পেল বসুন্ধরা কিংস। আক্রমণে বিবর্ণতা, সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল শুরুতে।
এতে পিছিয়েও পড়ে প্রথমার্ধে। তবে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল কিংস। বসুন্ধরা কিংস অ্যারেনায় এক গোলে পিছিয়ে থাকার পর দুই গোল করে মাজিয়া স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল বসুন্ধরা কিংস।
এই জয়ে পরের রাউন্ডে খেলার পথে আরো এক ধাপ এগিয়ে গেল কিংস।
বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনা বাংলাদেশ ফুটবলের দুর্গ। সেই দুর্গে কিংস ও জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচ হারেনি। অথচ সেখানেই আজ এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে পড়ে কিংস। কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেদের সরূপে ফিরে স্বাগতিকরা। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের শেষ দশ মিনিটে দুই গোল করে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে বসুন্ধরা কিংস।
আগামী ১১ ডিসেম্বর ওড়িশার বিপক্ষে জিতলেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষেই থাকল কিংস।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন