পারিবারিক জীবনে লিওনেল মেসিকে ঘিরে তেমন কোনো বিতর্কই শোনা যায়নি। বরং কৈশোরের প্রেমিকার সঙ্গে মেসির সম্পর্কের গভীরতা বারবার দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এবার মেসির পারিবারিক জীবন নিয়ে সামনে এসেছে বিতর্কিত খবর। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম দিরেতো দো মিওলোই মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ করেছে।
মেসির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলেছেন তার কাছের বন্ধু সাবেক স্প্যানিশ তারকা সেস্ক ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা সিম্যান। তিনি অবশ্য কথা বলেছেন মেসির পক্ষেই। সম্প্রতি দিরেতো দো মিওলো জানিয়েছে, মেসি আর্জেন্টাইন সাংবাদিক সোফিয়া মার্তিনেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
মেসিকে নিয়ে এমন খবর বের হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ফ্যাব্রিগাসের স্ত্রী লিখেছেন, ‘এটা কেমন খবর, যার কোনো মানে নেই। এর কোনো কিছুই ঠিক নেই।’
আর্জেন্টিনাতেও রোকুজ্জোর বাইরে অন্য নারীর সঙ্গে মেসি বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তারা নাম উল্লেখ না করলেও সে নারী সোফিয়া বলে ধারণা করছে অনেকে।
সোফিয়া আলোচনায় এসেছিলেন কাতার বিশ্বকাপের সময়। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের জয়ের পর আর্জেন্টাইনদের হয়ে মেসিকে ধন্যবাদও জানান সোফিয়া।
সূত্রঃ দেশ রূপান্তর