রোনালদোকে নিয়েই এখনো মেতে আছেন সৌদি ফুটবলপ্রেমীরা। কেন তাকে ঘিরে মানুষের এত আগ্রহ-উন্মাদনা তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন তিনি গতকাল রাতে অবিশ্বাস্য এক গোল করে। সিআরসেভেনের জোড়া গোলে কাল আল আখদৌদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসের। তবে একটি গোল নিয়েই আলোচনা হচ্ছে বেশি।
আল আখদৌদের বিপক্ষে এ ম্যাচে আল নাসেরের হয়ে প্রথম গোলটি করেন শামি আল নাজি। ম্যাচের ১৩ মিনিটে তার করা এই গোলেই এগিয়ে যায় আল নাসের। তবে শুরুতেই এগিয়ে গেলেও প্রথমার্ধে আর লক্ষ্যভেদ করতে পারেনি রোনালদোরা। গোল করতে পারেনি আখদৌদের ফুটবলাররাও। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসের।
ম্যাচের ৭৭ মিনিটে প্রতিপক্ষের বক্সের এক পাশ দুর্দান্ত এক শট থেকে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। ফলে ব্যবধান বাড়ে আল নাসেরের। এর মিনিট তিনেক পরেই নিজের জাদু দেখান পর্তুগীজ মহাতারকা।
নিজের প্রথম গোলের মিনিট তিনেক পরেই আবার গোলের সুযোগ তৈরি করে আল নাসের। তবে সেই গোল হওয়া থেকে দলকে বাঁচাতে ডি বক্সের বাইরে বেরিয়ে আসেন আখদৌদের গোলরক্ষক। বল তার হাতে লেগে লাফিয়ে ওঠে শূন্যে, চলে যায় রোনালদোর পায়ে। এ সময় প্রায় ত্রিশ গজ দূরে থেকে গোলরক্ষকের মাথার উপর বল তুলে দেন সিআরসেভেন। বলও খুঁজে নেয় জালের ঠিকানা।
ফলে শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর আল নাসের।
সূত্রঃ অনলাইন