আমরা বিশ্বচ্যাম্পিয়ন, মুখ সামলে কথা বলো

ফুটবল দুনিয়া November 22, 2023 3,190
আমরা বিশ্বচ্যাম্পিয়ন, মুখ সামলে কথা বলো

নিজ দেশের সমর্থকদের উপর ব্রাজিলিয়ান পুলিশের চড়াও হওয়ার প্রতিবাদে মাঠ ছেড়ে উঠে গিয়েছেলিন মেসি আর তার দলবল। ম্যাচে আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে আচমকাই দুয়ো দিতে শুরু করেছিলেন ব্রাজিল সমর্থকরা।


স্বাভাবিকভাবেই তা ভালোভাবে নেননি সে দেশের সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের মাঝে সংঘর্ষ। যার ফলে পুরো দল নিয়ে টানেলে ফিরে যান অধিনায়ক মেসিও। ম্যাচ শেষে ক্ষুব্ধ মেসি জানালেন নিজের প্রতিক্রিয়া।


ম্যাচে আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে আচমকাই দুয়ো দিতে শুরু করেছিলেন ব্রাজিল সমর্থকরা। স্বাভাবিকভাবেই তা ভালোভাবে নেননি সে দেশের সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের মাঝে সংঘর্ষ। যার ফলে পুরো দল নিয়ে টানেলে ফিরে যান অধিনায়ক মেসিও। ম্যাচ শেষে ক্ষুব্ধ মেসি জানালেন নিজের প্রতিক্রিয়া।


পরিস্থিতি খানিক শান্ত হলে আবার মাঠে ফেরে মেসিবাহিনী। আর্জেন্টিনা দল ড্রেসিং রুম থেকে আসার পর মেসিকে উদ্দেশ্য করে ব্রাজিলিয়ান নাম্বার টেন রদ্রিগো কড়া মন্তব্য ছুঁড়ে দেন। মেসিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘তোমরা কাপুরুষের মতো চলে গিয়েছিলে।’


জবাবে চুপ ছিলেন না লিওনেল মেসিও। বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমরা কেন ভয় পাব, মুখ সামলে কথা বলো।’


সূত্রঃ ঢাকা পোস্ট