ইউএস কাপের ফাইনালে পারল না মেসিহীন মায়ামি

ফুটবল দুনিয়া September 28, 2023 2,434
ইউএস কাপের ফাইনালে পারল না মেসিহীন মায়ামি

যার কারনে ফাইনালে উঠেছিল ইন্টার মায়ামি। চোটের কারণে শিরোপা লড়াইয়ের ম্যাচে ছিলেন না সেই লিওনেল মেসিই। হিউস্টন ডায়নামোর বিপক্ষে জিতে আরও একটি শিরোপা জেতা হলো না মায়ামিরও।


বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ইউ এস ওপেন কাপের ফাইনালে হিউস্টনের কাছে ২-১ গোলে হেরে গেছে মায়ামি। হিউস্টনের দ্বিতীয় ইউ এস ওপেন শিরোপা এটি।


মেসির সাথে এই ম্যাচে ছিলেন না দলের আরেক ভারসার নাম জর্দি আলবাও। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়া দলটির হয়ে ম্যাচের যোগ করা সময়ে একটি গোল শোধ দেন জোসেফ মার্তিনেজ।


ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ঘরের মাঠে ৫৯ শতাংশ বলের দখল রাখলেও কার্যকর আক্রমণ শানাতে পারেনি মায়ামি। ১২টি শটের মধ্যে চারটি রাখতে পারে লক্ষ্যে। বিপরীতে ১৯ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে হিউস্টন।


ম্যাচের ২৪তম মিনিটে দারুণ দলীয় আক্রমণে জোরালো শটে হিউস্টনকে এগিয়ে নেন গ্রিফিন ডরসি। ৯ মিনিট পর ডি বক্সে মায়ামি ডিফেন্ডার দিআয়ান্দ্রে ইয়েদলিন ফাউল করেন নেলসন কুইননেসকে। পেনাল্টি পেয়ে স্কোরলাইন দ্বিগুণ করতে ভুল করেননি আমিন বাসি।


ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে মার্তিনেসের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমে বটে, কিন্তু হার এড়াতে পারেনি মায়ামি।


মেজর লিগ সকারে গত বৃহস্পতিবার টরেন্টোর বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফিরেছিলেন মেসি। কিন্তু মাঠে থাকতে পারেন কেবল ৩৭ মিনিট। এরপর সেচ্ছায় মাঠ ছাড়েন অস্বস্তি অনুভব করায়। এর তিন মিনিট আগে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লেফট ব্যাক আলবা।


সূত্রঃ ইনকিলাব অনলাইন