এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পাওয়া হলো না ইন্টার মায়ামিরও। রোমাঞ্চকর ফ্লোরিডা ডার্বিতে ওরল্যান্ডো সিটির মাঠ থেকে ড্র করে ফিরেছে টাটা মার্টিনোর দল। ফ্লোরিডার এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ডেভিড রুইজের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। পরে ডানকান ম্যাকগুয়েরের গোলে সমতা টানে পয়েন্ট তালিকার দুই নম্বরের দল ওরল্যান্ডো।
ঘরের মাঠে আক্রমণে এগিয়ে ছিল ওরল্যান্ডো। কিন্তু মায়ামির রক্ষণে গিয়ে তারা বাধা পেয়েছে বার বার। ছেড়ে কথা বলেনি মায়ামিও। যদিও বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিকরাই। ৫২ শতাংশ সময় বলের দখল ছিল ওরল্যান্ডোর অনুকূলে। তাদের নেওয়া ১৩ শটের ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৯ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে মায়ামি।
চোটের কারণে মেসির সঙ্গে এই ম্যাচে ছিলেন না জর্দি আলবাও। গত বৃহস্পতিবার টরেন্টোর বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে দুজনই মাঠ ছেড়েছিলেন তিন মিনিটের ব্যবধানে। আরেক অভিজ্ঞ সের্হিও বুসকেতসও ছিলেন না ডার্বি ম্যাচে।
ওরল্যান্ডোর আক্রমণ কখনও রুখে দিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রাক ক্যালেন্ডার। কখনও তাদের দারুণ ক্রস থেকে গোল মেলেনি শেষ ছোঁয়ার অভাবে। এতকিছুর মাঝে এগিয়ে যায় মায়ামি।
ম্যাচের ৫২তম মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আড়াআড়ি শট নিয়েছিলেন মার্তিনেজ। বামে ঝাঁপিয়ে রক্ষা করলেও বল বিপদমুক্ত করতে পারেননি ওরল্যান্ডো গোলরক্ষক। কাছ থেকে টোকায় দলকে এগিয়ে নেন রুইজ। ৬৬তম মিনিটে সমতা টানে ওরল্যান্ডো। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে জোরালো শটে ক্যালেন্ডারের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে জড়ান ম্যাকগুইরে।
এই হোঁচটে আবারও পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গেছে মায়ামি। ১৫ দলের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ১৪ নম্বরে। প্লে অফে খেলতে তাদের শেষ করতে হয়ে কমপক্ষে নয়ে থেকে।
আগামী বৃহস্পতিবার ইউ এস ওপেন কাপের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো।
সূত্রঃ ইনকিলাব অনলাইন