মেসিবিহীন মায়ামিকে গোল বন্যায় ভাসালো আটলান্টা

ফুটবল দুনিয়া September 17, 2023 2,273
মেসিবিহীন মায়ামিকে গোল বন্যায় ভাসালো আটলান্টা

মেসি যোগ দেওয়ার পর উড়তে শুরু করেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। তবে এবার নিয়মিত অধিনায়ক মেসিকে ছাড়া বড়সড় ধাক্কা খেল ক্লাবটি।


মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে বিধ্বস্ত হয়ে গেছে মায়ামি। ৫-২ গোলের হারের লজ্জায় ডুবেছে মায়ামি।


চোটের কারণে এই ম্যাচে ছিলেন না মেসি। এই ম্যাচে ছিলেন না দলের আরেক আস্থান নাম জর্ডি আলবাও। আটালান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে লিওনার্দো কাম্পানার গোলে এগিয়ে যায় মায়ামি।


তবে ত্রিস্তান মুয়ুম্বার গোলে সমতায় ফেরে আটালান্টা। কামাল মিলারের আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ব্রুকস লেননের গোলে ব্যবধান আরও বাড়িয়ে বিরতিতে যায় দলটি।


দ্বিতীয়ার্ধে কাম্পানার স্পট কিকে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি মায়ামি। উল্টো জিয়র্জস গিয়াকউমাকিস ও টাইলর ওলফের গোলে বড় জয় নিশ্চিত করে আটলান্টা।


চলতি মৌসুমে লিগে এটি ইন্টার মায়ামির ১৫তম হার। এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র ৮টিতে জয় পেয়েছে মেসির দল। এছাড়া ৪ ম্যাচে করেছে ড্র। তাতে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে আছে মায়ামি।


সূত্রঃ সমকাল অনলাইন