বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া September 12, 2023 359
বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

এবার বলিভিয়া জয়ের মিশন আর্জেন্টিনার সামনে। তবে, সেখানে বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বড় বাধা লাপাজের উচ্চতা। সঙ্গে যুক্ত হয়েছে লিওনেল মেসির ইনজুরি। দলের সঙ্গে ভ্রমণ করলেও খেলা নিয়ে রয়েছে শঙ্কা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।


আর্জেন্টিনার জন্য লাপাজ আরও বড় শঙ্কার নাম। ২০০৯-এ আধা ডজন গোল হজম করতে হয়েছিল তৎকালীন ম্যারাডোনার দলকে। এবার সে মাঠেই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেই নামতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। তবে, লাপাজের উচ্চতা কিংবা মাঠে অক্সিজেনের অভাবের চেয়েও আর্জেন্টিনার জন্য বড় শঙ্কার নাম মেসির ইনজুরি।


ইন্টার মায়ামির হয়ে টানা ম্যাচ খেলার ধকল সঙ্গে ভ্রমণ ক্লান্তি মিলিয়ে কিছুটা বিধ্বস্ত লিওনেল মেসি। যে কারণে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও শেষদিকে তাকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। সেসময় ইনজুরির কথা অস্বীকার করা হলেও, অনুশীলনে তাকে দেখতে না পাওয়ায় বোঝা গেছে আসল কারণ।


তবে, দলের সঙ্গে বলিভিয়াতে এসেছেন ক্ষুদে জাদুকর। অনুশীলনও করেছেন শুরুর দিন। এখন অপেক্ষা মেডিকেল বিভাগের গ্রিন সিগনালের।


আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘মেসি পুরোপুরি সুস্থ আছে, সেটা বলব না। ওর হালকা কিছু সমস্যা রয়েছে। তবে, সেটা বড় কিছু নয়। লিও আমাদের সঙ্গে এখানে এসেছে, অনুশীলনেও যোগ দিয়েছে। দেখে মনে হচ্ছে ও এখন বেশ ভালো অবস্থায় আছে। তবে, ম্যাচের আগে শেষ সিদ্ধান্ত নেব।‘


সূত্রঃ সময় টিভি অনলাইন