ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। তবুও কিছুতেই মিলছিল না গোলের দেখা। দলের যথারীতি ত্রাতা হিসেবে আবির্ভূত লিওনেল মেসি। বাঁ পায়ের ফ্রি কিকে করলেন লক্ষ্যভেদ। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অভিযান শুরু করেছে আর্জেন্টিনা।
শুক্রবার বাংলাদেশ সময় সকালে ম্যাচের ৭০ শতাংশ সময় আকাশী-নীলরা নিজেদের দখলে রাখে বল। ১৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের পাসে বল নেয়া মেসির বাঁ পায়ের শটে অল্পের জন্য বল জালে জড়ায়নি। ২৫ মিনিটে কাতার বিশ্বকাপে প্রথম গোল পাওয়া ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার শট প্রতিহত করেন এমিলিয়ানো মার্টিনেজ।
বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রদ্রিগো ডি পলের ক্রসে উড়ে আসা বলে হেড নেন লৌতারো মার্টিনেজ। বল বারে লেগে ফিরে আসলে প্রথমার্ধ গোলশুন্য থাকে।
মেসির পাসে বল আদায় করে ৫৮ মিনিটে নিকোলাস তাগফালিয়ানোর শটও বারে লেগে ফেরে। আর্জেন্টিনাকে গোল না পাওয়ার দুর্ভাগ্য তখন তাড়া করছিল।
এনার ভ্যালেন্সিয়ার শট ৬৭ মিনিটে আবারো রুখে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। দুই মিনিট পর মেসির শট ঠেকান ইকুয়েডরের গোলরক্ষক হের্নান গালিন্দেজ। এরপর ৭১ মিনিটে কেভিন রদ্রিগুয়েজের শট ঠেকিয়ে এমিলিয়ানো মার্টিনেজ স্বাগতিকদের জাল অক্ষত রাখেন।
৭৮ মিনিটে নিজের বাঁ পায়ের জাদুতে ডেডলক ভাঙেন মেসি। ডি বক্সের কাছাকাছি নেয়া ফ্রি কিকে বল খুঁজে পায় জাল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা পায় লিড।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি পলের দুরহ কোণ থেকে নেয়া শট ঠেকান প্রতিপক্ষের গোলরক্ষক। ব্যবধান দ্বিগুণ না হলেও ঘরের মাঠে আলবিসেলেস্তেরা জয় নিয়রেই মাঠ ছাড়ে।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন