প্রেমিকাকে ঢুস মেরে দল থেকে বাদ পড়লেন অ্যান্টনি

ফুটবল দুনিয়া September 5, 2023 680
প্রেমিকাকে ঢুস মেরে দল থেকে বাদ পড়লেন অ্যান্টনি

বিশ্বকাপ বাছাইপর্বের ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্টনি। কিন্তু গেল জানুয়ারিতে তার সাবেক প্রেমিকাকে ঢুস মারা ও ঘুষি মারার বিষয়টি আবার সামনে আসায় সোমবার তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।


গেল জুনে অ্যান্টনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা কাভালিন তাকে নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে অ্যান্টনি তাকে প্রথমে মাথায় ঢুস মারেন। এরপর তার বুকে ঘুষি মারেন। মাথায় ঢুস মারায় তার মাথা ফেঁটে যায় এবং চিকিৎসা নিতে হয়। এছাড়া বুকে ঘুষি মারায় তার ইমপ্ল্যান্ট করা স্তনের সিলিকন ক্ষতিগ্রস্ত হয়। সেটার জন্য তাকে পুনরায় স্তন সার্জারি করতে হয়।


প্রেমিকার দায়ের করা অভিযোগের তদন্ত করছে সাও পাওলো ও গ্রেট ম্যানচেস্টার পুলিশ। গতকাল সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। আর সে কারণেই অ্যান্টনিকে ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়।


অবশ্য অ্যান্টনি শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। বিষয়টিকে তিনি মিথ্যা ও বানোয়াট বলছেন। ম্যানইউর এই স্ট্রাইকার বিশ্বাস করেন সুষ্ঠু তদন্ত শেষে তিনি নির্দোষ প্রমাণিত হবেন।


সূত্রঃ রাইজিংবিডি