এবার ‘চুমুকাণ্ডের’ শিকার হতে যাচ্ছিলেন মেসির স্ত্রী!

ফুটবল দুনিয়া August 27, 2023 8,376
এবার ‘চুমুকাণ্ডের’ শিকার হতে যাচ্ছিলেন মেসির স্ত্রী!

সম্প্রতি ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ওই দলের তারকা ফুটবলার জেনিফার হারমোসোকে বিশ্বকাপ ফাইনালের পুরস্কার প্রদানের স্টেজে ঠোঁটে চুমু দিয়ে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস।


ওই ঘটনার উত্তাপ শেষ না হতেই ঘটতে যাচ্ছিল নতুন চুমু কাণ্ড। এবার ‘চুমুকাণ্ডের’ শিকার হতে যাচ্ছিলেন লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকার স্ত্রীকে চুমু দিয়ে ফেলছিলেন বার্সেলোনা ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে তার সতীর্থ জর্ডি আলবা। যদিও সতর্ক থাকায় বিব্রতকর ওই পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলেছে রোকুজ্জের।


রোববার (২৭ আগস্ট) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে মেসি ও আলবার। প্রথমবারের মতো এমএলএসে মাঠে নেমেই দারুণ এক গোল করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। আর তাতেই নিউইয়র্ক রেডবুলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইন্টার মায়ামি। এই ম্যাচের পরেই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা।


নিউইয়র্ক রেডবুলের বিপক্ষে ম্যাচের পর অন্য দিনের মতো সন্তানদের নিয়ে মাঠে ঢুকে পড়েন মেসির স্ত্রী রোকুজ্জে। এরপর আলবাকে দেখে পশ্চিমা বিশ্বের স্বভাবসুলভ সৌজন্য বিনিময় করতে আলবাকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে এগিয়ে যান রোকুজ্জে। আলবাও এগিয়ে আসেন এবং আলিঙ্গনের পূর্বে রোকুজ্জেকে চুমু খাওয়ার জন্য নিজেকে এগিয়ে নেন।


সূত্রঃ আরটিভি অনলাইন