যেভাবে দেখবেন আর্জেন্টিনার ক্লাবে জামালের অভিষেক ম্যাচ

ফুটবল দুনিয়া August 25, 2023 330
যেভাবে দেখবেন আর্জেন্টিনার ক্লাবে জামালের অভিষেক ম্যাচ

আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল দে মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। এর পর থেকে দলটির হয়ে তিনি অনুশীলনও শুরু করেছেন। তখন থেকেই সমর্থকদের মনে প্রশ্ন, আর্জেন্টিনার ক্লাবটির হয়ে কবে মাঠে অভিষেক হবে জামালের?


অবশেষে জামাল ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন, আগামী ২৭ আগস্ট রবিবার সোল দে মায়োর জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে। জামালের ক্লাব সোল দে মায়ো বর্তমানে ‘ফেডারেল এ’ লিগের জোন ‘এ’-তে খেলছে।


৯ দলের এই জোনের পয়েন্ট টেবিলে জামালের ক্লাব আছে ৬ষ্ঠ অবস্থানে। রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় সোল দে মায়োর প্রতিপক্ষ জার্মিনাল।


আর্জেন্টিনার ‘ফেডারেল এ’ লিগে জামালের অভিষেকের ম্যাচটি বাংলাদেশ থেকে বিনা মূল্যে দেখা যাবে। রবিবার ম্যাচের আগে একটি লিংক জামালের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে।


সেই লিংকে ঢুকেই বিনা মূল্যে জামালের খেলা দেখতে পারবেন বাংলাদেশের অধিবাসীরা। এদিকে আর্জেন্টিনার ক্লাবে খেলার কারণে এশিয়ান গেমস মিস করবেন জামাল। ইতোমধ্যেই তার বিকল্প খুঁজছে বাফুফে।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন