ইউএস ওপেনের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ যারা

ফুটবল দুনিয়া August 24, 2023 2,062
ইউএস ওপেনের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ যারা

আর্জেন্টাইন অধিনায়ক মেসির ছোঁয়ায় বদলে গেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। মাঠ কিংবা মাঠের বাইরে, দুই জায়গায়ই ডেভিড বেকহামের দলটাকে একেবারে বদলে দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এলএমটেনের ছোঁয়ায় আরেকটি শিরোপার সামনে দাঁড়িয়ে ‘দ্য হেরনস’রা।


যুক্তরাষ্ট্রের শতবর্ষীয় টুর্নামেন্ট ইউএস ওপেন কাপের সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম শক্তাশালী ক্লাব সিনসিনাটিকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা। ক্লাবটিকে ৫-৪ গোলে হারানোর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ৩-৩ গোলে সমতায় ছিল মায়ামি।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) ইউএস ওপেন কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়েল সল্ট লেকের মুখোমুখি হয় হাউস্টন ডায়নামো। ম্যাচটিতে সল্ট লেককে ৩-১ গোলে উড়িয়ে দেয় ডায়নামো। সে সঙ্গে নিশ্চিত করে ফাইনালের টিকিট।


ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ২৭ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে হাউস্টন ডায়নামোর মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচে শিরোপা জিতলেই ক্যারিয়ারের ৪৫তম শিরোপা জয় হবে মেসির।


সূত্রঃ চ্যানেল ২৪