মেসির বাড়ির পাশে নতুন বাড়ি কিনলেন বুসকেটস

ফুটবল দুনিয়া August 22, 2023 462
মেসির বাড়ির পাশে নতুন বাড়ি কিনলেন বুসকেটস

দীর্ঘ সময় বার্সেলোনায় জুটি হয়ে খেলেছেন দু'জন। এবার জুটি বেঁধেছেন মেজর লিগ সকারের (এলএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও মেসির পাশাপাশি থাকছেন এই মিডফিল্ডার। মায়ামিতে মেসির বাড়ির পাশেই বাড়ি কিনেছেন বুস্কেটস।


মেসির বদৌলতে লিগস কাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এই শিরোপা জয়ের একদিন আগেই আরো এক উৎসবের উপলক্ষ্য এসেছে বুস্কেটসের জীবনে। প্রায় ৯ মিলিয়ন (৮.৭) ইউএস ডলার খরচ করে মায়ামির ফ্লোরিডার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন সাবেক বার্সা খেলোয়াড়।


বাড়িটিতে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম এবং তিনটি গাড়ির গ্যারেজ রয়েছে। এছাড়াও বাড়ির সামনের দিকে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি লেক রয়েছে। এটা মেসির বাসভবনের খুব কাছাকাছি।


ফ্লোরিডায় আসার পর বেশ সুখেই আছেন মেসি ও বুস্কেটস। দুই বন্ধু মিলে প্রায় পরিবার নিয়ে বেরিয়ে পড়েন এবং কেনাকাটা করেন। মাঝেমধ্যে তাদেরকে ও দলের বাকি খেলোয়াড়দের নিয়ে পার্টির আয়োজন করেন মায়ামির মালিক ডেভিড বেকহাম।


সূত্রঃ রাইজিংবিডি