নেইমারকে নিয়েই প্রীতি ম্যাচের ব্রাজিল দল ঘোষণা

ফুটবল দুনিয়া August 19, 2023 390
নেইমারকে নিয়েই প্রীতি ম্যাচের ব্রাজিল দল ঘোষণা

ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাব আল-হিলালে যোগ দেয়ার পূর্বেই এই ফুটবল জায়ান্টকে দলে ফিরিয়েছে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে বলিভিয়া (৮ সেপ্টেম্বর) ও পেরুর (১২ সেপ্টেম্বর) বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য সেলেসাওদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠা নেইমারকেও রাখা হয়েছে।


চলতি বছরে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। কিন্তু চোটের কারণে ম্যাচগুলোতে দলের সঙ্গে থাকতে পারেননি নেইমার। তবে ভক্তদের জন্য এবার সুখবর নিয়ে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের সঙ্গে দলে রয়েছেন ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন, ক্যাসেমিরো, অ্যালিসনসহ বড় বড় তারকারা।


এ দিকে এটি অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের প্রথম দল ঘোষণা। তিনি বলেছেন, ‘নেইমার দলের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। ইতোমধ্যে তিনটি ম্যাচ তিনি মিস করেছেন। এবার তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। তবে ফিফার তদন্তের কারণে আমরা মিডফিল্ডার লুকাস পাকেতাকে রাখতে পারছি না।’


• ব্রাজিলে স্কোয়াড


গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও বেন্টো।


রক্ষণভাগ: দানিলো, মারকুইনোস, রেনান লোদি, রজার ইভানেজ, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, নিনো, ভ্যান্ডারসন, কাইও হেনরিক।


মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা।


আক্রণভাগ: অ্যান্টোনি, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।


সূত্রঃ সময় টিভি অনলাইন