টটেনহ্যামকে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি জিতল বার্সেলোনা

ফুটবল দুনিয়া August 9, 2023 2,294
টটেনহ্যামকে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি জিতল বার্সেলোনা

মৌসুমের শুরতেই শিরোপার স্বাদ পেয়ে গেল কাতালান ক্লাব বার্সেলোনা। হুয়ান গাম্ফার ট্রফিতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে তারা। মঙ্গলবার (৮ আগস্ট) চীনের অলিম্পিক স্টেডিয়ামে বার্সার জয় ৪-২ গোলে।


টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায়ই গোলের দেখা পেয়ে যায় বার্সা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার কোণাকুনি শট থেকে জালভেদ করেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। ২৩ মিনিটে অলিভার স্কিপের গোল থেকে ব্যবধান সমান করে টটেনহ্যাম। এরপর স্কিপই লিড এনে দেন টটেনহ্যামকে। ৩৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।


প্রথমার্ধ পর্যন্ত টটেনহ্যামই এগিয়ে ছিল, তারা লিড ধরে রেখেছিল প্রায় শেষ পর্যন্ত। ৮১ মিনিটে ম্যাচে ২-২ গোলে সমতা আনেন ফেরান তোরেস। তাকে অ্যাসিস্ট করেন লামিনে ইয়ামাল। এরপর ৯ মিনিট পর গোল পান আনসু ফাতি।


যোগ করা সময়ে আরও একটি গোল করে বার্সা। ফারমিন লোপেজের পাস থেকে এবার গোল করেন আবদে এজালজুলি। শেস পর্যন্ত ৪-২ গোলের জয় তুলে নেয় তারা। গত বছরও নিজেদের ঘরেই হুয়ান গাম্ফার ট্রফি তুলেছিল বার্সা।


সূত্রঃ সময় টিভি অনলাইন