নতুন চ্যালেঞ্জ নিয়ে ভোরে মাঠে নামছে মেসি বাহিনী

ফুটবল দুনিয়া August 6, 2023 4,217
নতুন চ্যালেঞ্জ নিয়ে ভোরে মাঠে নামছে মেসি বাহিনী

ফরাসি ক্লাব পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। অল্পদিনে তার ছোঁয়ায় বদলে গেছে জিততে ভুলে যাওয়া এই দলটি। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে মিয়ামি। বৃহস্পতিবার লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় মেসি বাহিনী।


আগামীকাল (সোমবার) ভোরে এফসি দালাসের মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিয়ামি। মিয়ামির জার্সিতে ম্যাচটি মেসির জন্য নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭:৩০ মিনিটে।


মিয়ামির জার্সিতে তিন ম্যাচে ৫ গোল করে ফেলেছেন মেসি, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্টও। প্রথম ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি, পরের দুই ম্যাচে করলেন জোড়া গোল।


মেসি তিনটি ম্যাচই খেলেছেন মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে। এবার মেসির সামনে নতুন চ্যালেঞ্জ, মিয়ামির জার্সিতে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছেন।


এফসি দালাসের বিপক্ষে জিতলেই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে মিয়ামি। ঘরের মাঠের মতো প্রতিপক্ষের মাঠেও মেসি জ্বলে উঠতে পারেন কি না সেটিই এখন দেখার বিষয়।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন