রোনালদোর আল নাসরে যোগ দিলেন সাদিও মানে

ফুটবল দুনিয়া August 2, 2023 567
রোনালদোর আল নাসরে যোগ দিলেন সাদিও মানে

গুঞ্জন সত্যি করে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। মঙ্গলবার রাতে দুইবারের আফ্রিকার বর্ষসেরা এই খেলোয়াড়ের ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে খেলার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ ও আল নাসর।


ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতে নতুন চ্যালেঞ্জ নেওয়ার উদ্দেশ্যে বুন্দেস লিগার ক্লাব বায়ার্ন মিউনিখে গত বছর যোগ দিয়েছিলেন সেনেগালিজ এই ফরোয়ার্ড। তিন বছরের চুক্তিতে বাভারিয়ানদের হয়ে খেলার কথা থাকলেও; এক বছরেই শেষ হলো মানের জার্মান অধ্যায়।


আল নাসরে যোগ দিয়ে ভক্তদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় মানে বলেন, সৌদি আরবে যেতে তড় সইছে না তাঁর, “আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার”


গত মৌসুমে নানা কারণেই আলোচনায় ছিলেন সেনেগালের এই সুপারস্টার। চোটের কারণে তিন মাস মাঠের বাইরে থাকার পর; সতীর্থ লেরয় সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ হন, জরিমানাও গুনতে হয়েছিলো তাকে। এই কারণেই জার্মান ক্লাবটির হয়ে আর খেলা হলো না মানের। বাভারিয়ানদের হয়ে গত মৌসুমে ১২টি গোল করেছিলেন এই ফরোয়ার্ড।


সূত্রঃ অলরাউন্ডার