প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হেরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয় বাংলাদেশের। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আজ মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো।
কঠিন সমীকরণের ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে ৩-১ গোলে হারালো লাল সবুজের দল। দাপুটে পারফরম্যান্সে ২০ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারালো লাল-সবুজ জার্সিধারীরা।
রোববার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। খেলার শুরুর ১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান রাকিক হোসেন। ৬৭ মিনিটে গোল করে ব্যাবধানে বাংলাদেশকে এগিয়ে নেন তারিক কাজী। খেলার একিবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।
সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে ভূটানকে হারাতেই হবে বাংলাদেশকে।
সূত্রঃ যুগান্তর অনলাইন