২৫০ মিলিয়নে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদ যাচ্ছেন এমবাপ্পে!

ফুটবল দুনিয়া June 23, 2023 866
২৫০ মিলিয়নে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদ যাচ্ছেন এমবাপ্পে!

ফ্রান্সের স্ট্রাইকার এমবাপ্পে বলে দিয়েছেন, ২০২৪ সালের পর প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না তিনি। তবে আরও একটা মৌসুমে পিএসজির জার্সিতে খেলতে চান।


আবার পিএসজি বলছে, এক মৌসুম পর ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ার কোন সুযোগ নেই। হয় চুক্তি নবায়ন করো, না হয় পথ দেখো। ওই নতুন পথই বেছে নিতে হচ্ছে ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী ও ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে খেলা এমবাপ্পের।


তাকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে দিতে চায় পিএসজি। কাতারের মালিকানাধীন ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাকি চুক্তির বিষয়ে আলাপ-আলোচনাও এগিয়ে নিয়েছেন।


পিএসজি কমিউনিটির বরাত দিয়ে ট্রান্সফার নিউজ লাইভ জানিয়েছে, দলবদলের বিশ্বরেকর্ড গড়ে এমবাপ্পেকে রিয়ালে নিয়ে আসছেন পেরেজ।


তাকে কিনতে সর্বকালের সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ইউরো খরচ করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। এর মধ্যে ২০০ মিলিয়ন ইউরো পিএসজি’কে দিতে হবে খেলোয়াড় কেনা বাবদ। চুক্তিতে ৫০ মিলিয়ন ইউরো পারফরম্যান্স বোনাসের কথা উল্লেখ থাকবে।


সূত্রঃ সমকাল অনলাইন