ইন্টার মায়ামিতে মেসির বেতন কত অবশেষে জানা গেল

ফুটবল দুনিয়া June 20, 2023 5,452
ইন্টার মায়ামিতে মেসির বেতন কত অবশেষে জানা গেল

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। মৌখিকভাবে দুই পক্ষ সম্মত হয়ে গেছে। মেসির সঙ্গে পিএসজির চুক্তি আছে ৩০ জুন পর্যন্ত। এমএসএলের দলবদলের দরজা খুলবে ৫ জুলাই। এরপরই দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হবেন।


মেসি নর্থ আমেরিকার ক্লাবটিতে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের সেরা ঘটনা হতে যাচ্ছে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম। তবে ঐতিহাসিক ওই চুক্তির বেতন-ভাতা, সুযোগ-সুবিধা নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।


সংবাদ মাধ্যম স্পোর্টিকোর মতে, মেসি ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন ইউএস ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে।


তবে মেসির যুক্তরাষ্ট্র যাত্রায় ওটাই শেষ আয় নয়। তিনি অ্যাপল, এডিডাস ও ফ্যানাটিকস থেকে রেভিনিউ শেয়ার পাবেন। তবে সেটা কত হতে পারে ধারণা দেয়নি স্পোর্টিকো।


বিষয়টি নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছে তারা। মেসির ইন্টার মায়ামিতে চুক্তির ওটাই সবচেয়ে আকর্ষণীয় দিক বলেও মনে করা হচ্ছে।


সূত্রঃ সমকাল অনলাইন