প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। সোমবার জাকার্তার গেলেরো বাং কার্নো স্টেডিয়ামে দুই অর্ধে দুই গোল করে জিতেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি।
আলবিসেলেস্তেরা এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। ওই ম্যাচে দুর্দান্ত এক গোলও করেছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়া মেসি। ওই ম্যাচের পর তাকে ছুটি দিয়ে দেওয়া হয়।
তাকে ছাড়া জাকার্তায় খেলতে নেমে লিওনেল স্কালোনির দল ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করে। আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস মাঝমাঠ থেকে জোরের ওপর দুর্দান্ত এক শট নেন। বল জড়িয়ে যায় জালে। ওই গোলেই প্রথমার্ধ শেষ করে দলটি।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। এবার গোল করেন টটেনহ্যামে খেলা আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ওই গোলেই সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
আর্জেন্টিনার জয় অবশ্য বড় হতে পারতো। ৭৪ শতাংশ বল পায়ে নিয়ে গোল মুখে সাতটি ও লক্ষ্যভ্রষ্ট আটটি শট নিয়েছে দলটি। কিন্তু হুলিয়ান আলভারেজ কিংবা অভিষেক হওয়া ফাকুন্দে বুওনানোতে গোল করতে পারেননি।
সূত্রঃ সমকাল অনলাইন