অস্ট্রেলিয়ার পর আরও একটি প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। জাকার্তায় আজ বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
গত ম্যাচে ক্যারিয়ারে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে থাকছেন না তিনি। ছুটি দেওয়া হয়েছে মেসিকে। ওটামেন্ডি ও ডি মারিয়া থাকছেন বিশ্রামে। আর তাই শুরুর একাদশে লো সেলসো, গারনাচো, আলভারেজের সুযোগ মিলছে।
টানা ৯ ম্যাচ জেতা আর্জেন্টিনা, জয়ের ধারা বজায় রাখতে প্রত্যয়ী। অন্যদিকে ছন্দে আছে ইন্দোনেশিয়া। শেষ ১২ ম্যাচে মাত্র একটি হার তাদের।
সূত্রঃ অনলাইন