গিনিকে বিধ্বস্ত করে প্রীতি ম্যাচে বড় জয় পেল ব্রাজিল

ফুটবল দুনিয়া June 18, 2023 676
গিনিকে বিধ্বস্ত করে প্রীতি ম্যাচে বড় জয় পেল ব্রাজিল

ক্রোয়েশিয়ার কাছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়ে ব্রাজিল। বিশ্বকাপ পরবর্তী প্রীতি ম্যাচে মরোক্কোর কাছেও পরাজয়। কোচহীন ব্রাজিল যেন অনেকটা ছন্নছাড়া। এলোমেলো ব্রাজিল টানা দুই ম্যাচ পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল।


আফ্রিকার দেশ গিনিকে রীতিমতো বিধ্বস্ত করল সেলেসাওরা। বিশ্বকাপ বাছাই পর্বের আগে এ যেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন শুরু।


শনিবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত দেড়টায় স্পেনের বার্সেলোনার করনেলা এল প্রাতে গিনির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে সেলেসাওরা।


ইনজুরির কারণে ম্যাচটিতে ছিলেন না ব্রাজিলের প্রাণভ্রমরা নেইমার জুনিয়র। নেইমারের অনুপস্থিতি অবশ্য একাদশে খুব একটা প্রভাব পড়েনি। সেলেসাওদের হয়ে একটি করে গোল করেন জোয়েলিনটন, রদ্রিগো, এদার মিলিতাও ও ভিনিসিয়ুস জুনিয়র। গিনির পক্ষে একটি গোল শোধ করেন সেরহৌ গুইরাসি।


সূত্রঃ চ্যানেল ২৪