পেট্রো ডলারের অর্থ পানির মতো ঢেলেও চ্যাম্পিয়ন্স লিগে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি পিএসজি। ম্যানসিটিও পা হড়কেছে বারবার। তবে শনিবার রাতে ইস্তাম্বুলে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে সিটিজেনরা প্রথমবার ঘরে তুলেছে বহুল প্রতিক্ষিত ওই চ্যাম্পিয়ন্স লিগ। দুই যুগ পর প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে গড়েছে ট্রেবল জয়ের কীর্তি।
ইউরোপ সেরার এই লড়াইয়ে প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল করতে পারেনি ম্যানসিটি। ইন্টার তৈরি করতে পারেনি তেমন সুযোগ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির পা থেকে আসে কাঙ্ক্ষিত ওই গোল। ওই গোলেই শিরোপা জিতেছে পেপ গার্দিওয়ালার দল।
নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানসিটি। এর আগে চেলসি, অ্যাস্টন ভিলা, ম্যানইউ, লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্টের ওই কীর্তি আছে।
চলতি মৌসুমে ম্যানসিটি আগেই প্রিমিয়ার লিগের শিরোপা ও এফএ কাপ ঘরে তুলেছে। ম্যানইউ-এর ১৯৯৮-১৯৯৯ মৌসুমের পর প্রথম প্রিমিয়ার লিগের দল হিসেবে সিটিজেনরা ট্রেবল জিতেছে।
ক্যারিয়ারের দ্বিতীয় ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন পেপ গার্দিওয়ালাও। এর আগে বার্সার হয়ে ২০০৮-০৯ মৌসুমে ট্রেবল জিতেছিলেন তিনি। আর আর্লিং হ্যালন্ড ম্যানসিটির হয়ে প্রথম মৌসুমেই স্বাদ পেয়ে গেছেন ট্রেবলের।
সূত্রঃ সমকাল অনলাইন