মেসি মিয়ামিতে যাওয়া আগে থেকেই জানতেন নেইমার!

ফুটবল দুনিয়া June 10, 2023 979
মেসি মিয়ামিতে যাওয়া আগে থেকেই জানতেন নেইমার!

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। মিডিয়ায় নানা রকম গুঞ্জন ছড়ালেও এই খবর নাকি আগে থেকেই জানতেন মেসির প্রিয়বন্ধু তথা পিএসজি সতীর্থ নেইমার। একটি ইউটিউব চ্যানেলে অনুভূতি জানাতে গিয়ে ব্রাজিল সুপারস্টার নেইমার দাবি করেন, ‘আমি আগে থেকেই সব জানতাম।’


বার্সেলোনায় মেসির দীর্ঘদিনের সঙ্গী নেইমার গত দুই মৌসুমে আবারও আর্জেন্টাইন সুপারস্টারের সাথে পিএসজিতে খেলেছেন।


এই মুহূর্তে তিনি ছুটি কাটাতে মিয়ামিতে আছেন। সেখানে গত বুধবার মিয়ামি হিট বনাম ডেনভার নাগেটসের মধ্যকার এনবিএ ফাইনাল দেখতে স্টেডিয়ামেও গিয়েছিলেন। নেইমার বলেন, ‘আমি জানতাম সে মিয়ামিতে যাবে। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছি।


আমি তাকে জানিয়েছি, মিয়ামিতে সে বেশ আনন্দেই থাকবে। মেসির জন্য আমি খুব খুশি। অবশ্য চলে যাচ্ছে বলে কিছুটা খারাপ তো লাগছেই। পিএসজিতে ইনজুরি আক্রান্ত নেইমারের ভবিষ্যৎ ইতিমধ্যে শঙ্কায় পড়ে গেছে।


তাকে সমর্থকেরও এখন আর পছন্দ করছেন না। পিএসজি তাকে বিক্রি করে দেবে বলেও শোনা যাচ্ছে। পাশাপাশি নেইমার নাকি আবারও বার্সেলোনায় ফিরতে চান। যদিও বার্সার পরিকল্পনায় তিনি নেই বলে জানিয়েছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ।


সে যা-ই হোক, মেসির জন্য শুভ কামনা জানিয়েছেন নেইমার।তার আশা, মেজর লিগ সকারকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবেন মেসি।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন