আল হিলাল কিংবা স্পেনের ক্লাব বার্সেলোনায় নয়, লিওনেল মেসি যাচ্ছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। বিবিসি ও ডেইলি মেইল এমনই প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া আর্জেন্টিনার সাংবাদিক হের্নান কাস্তিলোও মেসির মায়ামিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিওনেল মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। অন্যদিকে বার্সেলোনার আর্থিক অবস্থাও ভালো নয়। তাই আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই প্রথম ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন তিনি। বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছিলেন। সে সময় কাতালানদের হয়ে ৩৫টি শিরোপা জিতেছিলেন। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে তিনি যোগ দিয়ছিলেন পিএসজিতে। দুই বছর পর তার সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি ফ্রান্সের ক্লাবটি।
পিএসজি ছাড়ার আগেই গুঞ্জন ওঠে রেকর্ড ৪০০ মিলিয়ন ইউরোতে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে যাচ্ছেন তিনি। এরপর বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জনও ওঠে। মাঝে হঠাৎ করে আসে মায়ামির নাম। অবশেষে এশিয়া ও ইউরোপকে পাশ কাটিয়ে আমেরিকা মহাদেশে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি।
সূত্রঃ রাইজিংবিডি