মেসিদের এশিয়া সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

ফুটবল দুনিয়া May 22, 2023 865
মেসিদের এশিয়া সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

ফিফা উইন্ডোতে এশিয়ায় ‍দুটি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সফরের সম্ভাব্য সূচি আগেই জানা গিয়েছিল। এবার আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে আলবেলিস্তেরা। এক টুইটবার্তায় চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।


আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে মেসিরা। এর আগে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে ২-১ গোলে জয় পায় মেসি-ডি মারিয়ারা। এরপর সফরের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।


কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।


সূত্রঃ সমকাল অনলাইন