মেসি-এমবাপ্পেকে নিয়েও আবারও হারলো পিএসজি

ফুটবল দুনিয়া April 3, 2023 750
মেসি-এমবাপ্পেকে নিয়েও আবারও হারলো পিএসজি

দলে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা তারকারা। তবুও পিএসজি যেন কোণঠাসা হয়ে আছে। ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নরা হেরেছে লিওঁর কাছে। রোববার (২ এপ্রিল) রাতে পার্ক দেস প্রিন্সেসে নেইমার বিহীন পিএসজিকে ১-০ গোলে হারায় লাকাজেত–তালিয়াফিকোরাই।


ঘরের মাঠে হারের ধারাবাহিকতাই ধরে রাখল মেসি-এমবাপ্পেরা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে নিজেদের মাঠে রেনের কাছে ০–২ গোলে হারে। বিরতি শেষে ফিরে আবারও ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেল ক্রিস্তফ গালতিয়েরের দলের।


ম্যাচের প্রথমাধ্যে দুই দলের কেউই গোল না দিতে পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতিতে ফিরে জয় সূচক গোল পায় লিওঁ। বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার একমাত্র গোল জয় এনে দেয় তাদের।


ম্যাচের ৫৬ মিনিটে থিয়াগো মেন্দেস ডান পাশ থেকে এগিয়ে যাওয়া সায়েল কুমবেদিকে ক্রস দিয়েছিলেন। কুমবেদি বলটাকে আবার ঠেলে দেন বাঁ পাশে। বারকোলা সরাসরি বল জালে পাঠান।


পরাজয়ের পরও পয়েন্ট শীর্ষেই আছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট প্যারিসের দলটির। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে অঘটন ঘটিয়ে পয়েন্ট তালিকায় নয়ে উঠে এসেছে অলিম্পিক লিওঁ। সমান সংখ্যক ম্যাচে তাদের পয়েন্ট ৪৪ পয়েন্ট।


সূত্রঃ চ্যানেল ২৪