উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে তাদেরই ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে গুনে গুনে পাঁচবার স্বাগতিকদের জালে বল জড়িয়েছে কার্লো আনচেলোত্তির দল। রিয়াল মাদ্রিদের পক্ষে দুইটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা। অপর গোলটি করেছেন এদের মিলিতাও।
লিভারপুলের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। এরপর তাদের ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলোত্তির দল।
যার শেষটা হলো ৫-২ গোলের দুর্দান্ত জয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগেই শেষ আট একপ্রকার নিশ্চিত করল রেকর্ড ১৪ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মালিকরা।
লিগে যা-ই হোক চ্যাম্পিয়ন্স লিগের জায়ান্ট লিভারপুল। ম্যাচের ৪ মিনিটে ডারউইন নুনেজের গোলে লিড নিয়ে যেন তারই প্রমাণ দিয়েছিল অল রেডরা। এরপর চতুর্দশ মিনিটে লিড ২-০ করেন মোহাম্মদ সালাহ।
আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা রিয়াল ম্যাচে ফিরতে সময় নেয়নি। ২১তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র বক্সের বাঁ প্রান্ত থেকে জোরের ওপর দুর্দান্ত এক শটে পরাস্ত করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে।
এরপর ৩৬তম মিনিটে সমতায় ফেরে ব্লাঙ্কোসরা। শিশুতোষ ভুলে গোল খান ব্রাজিলিয়ান গোলরক্ষক। ব্যাক পাসে ফিরতি পাস দিতে গিয়ে ভিনির পায়ে মেরে বসেন তিনি। বল চলে যায় রেডদের জালে।
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করে লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকা মদ্রিচের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।
এরপর আরও দুইবার বল লিভারপুলের জালে পাঠান বেনজেমা। ফলস্বরূপ বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪