ইপিএলে আজ আর্সেনালের কাছে ৪-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। দিনটি চিরতরে ভুলে যেতে চাইবেন পরাজিত দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এই ম্যাচে লজ্জার মুখে পড়েছেন তিনি। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ভিলা পার্কে একপর্যায়ে আত্মঘাতী গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ। এতে খেলায় ২-২ গোলে সমতা দাঁড়ায়। পরে নিশানাভেদ করেন জর্জিনহো। শেষমেষ অ্যাস্টনের কপালে পেরেক ঠুকেন বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এতে ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এদিন যাচ্ছেতাই পারফরম করেন মার্টিনেজ। প্রতিপক্ষের শেষ গোলেও তার অবদান আছে। এই ম্যাচে ভীষণ আত্মবিশ্বাসহীনতায় ভুগতে দেখা যায় তাকে। বারবার প্রতিপক্ষ ফুটবলারের কাছে পরাভূত হন তিনি।
ম্যাচটিতে ভালো কিছু করতে মরিয়া ছিল অ্যাস্টন। কিন্তু পাওয়া সুযোগ হাতছাড়া করেনি আর্সেনাল। মূলত মার্টিনেজের ভুলগুলোর সদ্ব্যবহার করেছে তারা। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে তারা।
এতে লিগ টেবিলে অবস্থান আরও শক্ত হয়েছে মাইকেল আর্তেতার দলের। তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে তারা। স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের আরও দাবিদার হয়ে উঠেছে গানাররা।
সূত্রঃ চ্যানেল ২৪