নিজেদের ঘরের মাঠে বায়ার্নের কাছে হারলো পিএসজি

ফুটবল দুনিয়া February 15, 2023 1,937
নিজেদের ঘরের মাঠে বায়ার্নের কাছে হারলো পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোয় প্রথম লেগে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইকে তাদেরই ঘরের মাঠে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে জার্মান দানবরা।


পিএসজির হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচে স্পিডস্টার কিলিয়ান এমবাপেকে ছাড়ায় মাঠে নেমেছিল পিএসজি। তবে প্রথমার্ধে কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপের অভাবটা ভালোই টের পেয়েছিল তারা। কোন অন টার্গেট শটই নিতে পারেনি ক্লাবটি।


এই সময়ে বায়ার্ন মিউনিখ পিএসজির উপর আধিপত্য বিস্তার করে খেললেও গোল করতে পারেনি। বিরতি পর্যন্ত খেলার ফলাফল ছিল ০-০।


বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে পিএসজির সাবেক তারকা কিংসলে কোম্যানের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। গোল হজমের পর এমবাপেকে মাঠে নামায় কোচ। তাতে পিএসজির খেলায় পরিবর্তনও আসে।


এমবাপে মাঠে নামার পর ৭৩তম মিনিটে বায়ার্নের আলে বল পাঠান এই ফরাসী তারকা। কিন্তু কপাল খারাপ পিএসজির, গোলটি অফসাইডের কারণে বাতিল করা হয়।


৮২তম মিনিটে আরও একবার বায়ার্নের জালে বল পাঠান এমবাপে। কিন্তু দূর্ভাগ্য এবারও তাদের, এই গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে বায়ার্ন ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪