হাইভোল্টেজ ম্যাচে রাতে নামছে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ

ফুটবল দুনিয়া February 14, 2023 483
হাইভোল্টেজ ম্যাচে রাতে নামছে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ

আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। পিএসজি-বায়ার্ন হাইভোল্টেজ লড়াই দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব সিক্সটিন। পার্ক দ্যা প্রাসে রাত দুইটায় শুরু হবে প্রথম লেগের খেলা। একই সময়ে নামবে এসি মিলান। ঘরের মাঠে ইংলিশ প্রতিনিধি টটেনহ্যামকে আতিথ্য দেবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।


তিন মাসেরও বেশি সময় বিরতির পর অবশেষে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। ফিরছে ইউরোপিয়ান ফুটবলে রোমাঞ্চকর রাত। যে রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে পিএসজি-বায়ার্নের হাইভোল্টেজ লড়াই।


পিএসজির জন্য ম্যাচটা প্রতিশোধেরও বটে। ২০২০ আসরের ফাইনালে বাভারিয়ানদের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল ফরাসিরা। সময়টাও ভালো যাচ্ছে না লা পারিসিয়ানদের। মার্শেইয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। সবশেষ লিগ ম্যাচে মোনাকোর কাছেও হয়েছে বিধ্বস্ত।


তবে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরছেন দুই সুপারস্টার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মেসির ফেরার সম্ভাবনা বাড়লেও অনিশ্চিত এমবাপ্পের প্রত্যাবর্তন। যদিও থাই ইনজুরি কাটিয়ে সোমবার অনুশীলনে দেখা গেছে স্পিডস্টারকে।


নতুন বছরে বায়ার্নের উড়ন্ত ফর্ম আভাস দিচ্ছে জমাট লড়াইয়ের। মৌসুমে প্রতিপক্ষের মাঠে আরও দুরন্ত জার্মান চ্যাম্পিয়নরা। অপরাজিত সবশেষ ১০ ম্যাচ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ৬ ম্যাচে শতভাগ জয় দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তবে রক্ষণের দুর্বলতা ভয়ের নাম হুলিয়ান নাগেলসম্যানের জন্য।


সূত্রঃ চ্যানেল২৪