ইনজুরিতে মেসি, চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা

ফুটবল দুনিয়া February 10, 2023 435
ইনজুরিতে মেসি, চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা

সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। লিগে একের পর এক ধাক্কা খাচ্ছে তারা। যদিও টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে। তবে ফ্রেঞ্চ সুপার কাপ থেকে ছিটকে যেতে হয়েছে শেষ ষোলো থেকেই। তাছাড়া দলে ইনজুরির মিছিল তো লেগেই আছে। কিলিয়ান এমবাপ্পের পর এবার সেই তালিকায় যোগ দিলেন লিওনেল মেসি।


সুপার কাপে মার্শেইর কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। স্বাভাবিকভাবেই আগামীকাল লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।


শুধু তা-ই নয়, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। এমনিতে থাই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এমবাপ্পেরও সেই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম।


পিএসজির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। গোল করেছেন ১৫ টি। বিশ্বকাপ জিতে ফেরার পর ছয় ম্যাচে তার গোলসংখ্যা তিনটি।


তার হাত ধরেই প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছে পিএসজি। ঘরের মাঠে আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের মুখোমুখি হবে তারা।


সূত্রঃ বাংলানিউজ২৪