নেইমার-এমবাপে বিহীন পিএসজিকে জেতালেন মেসি

ফুটবল দুনিয়া February 5, 2023 743
নেইমার-এমবাপে বিহীন পিএসজিকে জেতালেন মেসি

লিগ ওয়ানের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে শুরুতে পিছিয়ে পড়লেও হাকিমি এবং লিওনেল মেসির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।


ইনজুরির কারণে নেই কিলিয়ান এমবাপে, একইসাথে নেই নেইমার জুনিয়রও। আক্রমন ভাগের এই সেরা দুই তারকা না থাকায় পুরো দায়িত্ব চলে আসে মেসির উপর। মেসি অবশ্য নিজের দায়িত্ব ভালো ভাবেই পালন করলেন।


আজকে তোলৌসের বিপক্ষে পিএসজিকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। তার নেতৃত্বে পিএসজি পেল জয়। প্রথমে পিছিয়ে পড়লেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।


পিএসজির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিকদের চমকে দিয়ে এগিয়ে যায় তোলৌস। তবে ৩৮তম মিনিটে হাকিমির গোলে সমতায় ফেরে তারা এবং বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকে।


বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লাবটি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪